আমাতুল্লাহ্ স্বর্ণা
১.
গ্রামের নাম হলুদিয়া। সেই গ্রামের গা ঘেসেই বয়ে চলেছে ছোট্ট একটা নদী। পাখির কলতান আর নদীর কলকল ধ্বনিতে মুখরিত গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া এখনও তেমনভাবে লাগেনি বললেই চলে। গ্রামে বিদ্যুৎ এসে পৌঁছেছে সবেমাত্র কিছুদিন। বিদ্যুৎ আসার পরে গ্রামের সাথে লাগোয়া গঞ্জের বাজার আগের চেয়ে অনেকটাই জমজমাট হয়েছে। গঞ্জের সেই বাজারের সাথেই মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশ দিয়ে প্রশস্ত পিচঢালা পথ ধরে মিনিট দশেক এগিয়ে গেলেই গ্রামের মূল সৌন্দর্য চোখে পড়ে।